আশাশুনি উপজেলার বুধহাটায় চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সিডা এনজিও অফিসে তালা লাগিয়ে দেয়া হয়েছে। শুক্রবার ইউনিয়নের বুধহাটায় সালাউদ্দিনের বাড়ির দোতালায় এনজিওর অফিসে তালা ঝুলিয়ে দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধহাটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোঃ সালাউদ্দিন এর বাড়ির দোতালায় সিডা এনজিও অফিসে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া দরগাহপুর গ্রামের প্রতারক সিডা এনজিওর পরিচালক শেখ মিঠুন আলী শুক্রবার সকাল থেকে আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার আবেদনকারীদের ভাইভা গ্রহণ শুরু করেন। স্থানীয় জনগণের সন্দেহ হলে থানা ও সেনা ক্যাম্পে জানান।
ক্যাম্প কমান্ডার লেঃ রাদীদ রায়হান এর নেতৃত্বে থানা পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিডা কোম্পানির পরিচালককে জিজ্ঞাসাবাদ করলে সে সঠিক কোন উত্তর দিতে পারেন নি। এ সময় অফিসে তালা লাগানোসহ এক কপি মুচলেকা পরিচালকের নিকট হতে গ্রহণ করেন এবং অফিসের সঠিক কাগজপত্র আগামী ২৩ মার্চ সেনা ক্যাম্প এবং উপজেলা নির্বাহী অফিসে নিয়ে আসার জন্য বলেন।
সূত্র জানায়, ঈওউঅ প্রতিষ্ঠানে চাকুরি দেয়ার নাম করে ২৯২ জন প্রার্থীর নিকট থেকে ৩২০ টাকা (অন লাইনে সবৎপবহঃ নাম্বার ০১৫১১৯০৪১৩১) ৯৩,৪৪০ টাকা এবং আশাশুনি ৩২ জন, দেবহাটা ১৬ জন এবং কালিগঞ্জ উপজেলা ৩৬ জন মোট ৭৪ জন ব্যক্তির নিকট থেকে ১৮২০ টাকা করে ১,৫২,৮৮০ নগদ গ্রহণ করেন।