কাহারোলে মাদক সম্রাট গ্রেফতার, পৃথক মামলায় গ্রেফতার ৪

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ০৩:১৬ পিএম
কাহারোলে মাদক সম্রাট গ্রেফতার, পৃথক মামলায় গ্রেফতার ৪

দিনাজপুরের কাহারোল থানার পুলিশ গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে ডাবর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। গোপন সূত্র ধরে উপজেলার ডাবর কলেজ পাড়া গ্রামের মহেশ চন্দ্র রায়ের পুত্র তাপস চন্দ্র দাস বাড়ী তল্লাশী করে ২শত পিচ ডেফেনডোল ট্যাবলেট সহ তাকে হাতে নাতে গ্রেফতার করে। আপর দিকে উপজেলার দরবাপুর গ্রামের মোঃ সাইফুল ইসলামের পুত্র মোঃ জাহাঙ্গীর (২৭), গড়নূরপুর গ্রামের আলাউদ্দীনের পুত্র সাজিদ ওরফে সুজন (২৫), ফজল হকের পুত্র মোঃ লিটন (২২) ও আনসার আলীর পুত্র মোঃ শফিকুল ইসলামকে গ্রেফতার করেছে কাহারোল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন। এব্যাপারে কাহারোল থানায় পৃথক দুইটি মামলা করেছে পুলিশ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে