ফিলি-্তেিনর গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও ধংসযজ্ঞের প্রতিবাদে এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে রাণীশংকৈলে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭এপ্রিল সোমবার বিকালে রাণীশংকৈলে ডিগ্রী কলেজ মাঠে সর্ব-্তরের তৌহিদি জনতা সমাবেত হয়ে তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত ওই বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে গিয়ে শেষ হয়। ওইসময় ‘ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও ভেঙে দাও’, ‘ফিলি-্তনি জিন্দাবাদ, ফিলি-্তনি জিন্দাবাদ’, ‘ইসরায়েলি পণ্য, বয়কট, বয়কট’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’সহ নানা -্লােগানে মুখরিত হয়ে উঠে পৌর শহরের পুরো এলাকা।
পরে আয়োজিত সমাবেশে ফিলি-্তিিনদের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাময়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, শ্রমিক কল্যান সভাপতি মতিউর রহমান,মাওলানা মাইনুদ্দিন, মাওলানা মাসউদ আলম, সহ অসংখ্য তৌহিদি জনতা
এসময় বক্তারা গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতোমধ্যে গাজায় নিরপরাধ নারী-শিশু ও বৃদ্ধসহ হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী। অথচ এখনও পুরো বিশ্ব নীরব ভূমিকা পালন করছে। এসময় ইসরায়েলি সকল পণ্য বয়কটসহ অবিলম্বে গণহত্যা বন্ধে সকল মুসলিম জনতাকে এক হওয়ার আহবান জানান বক্তারা।