কাহারোলে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৫, ০৪:২৬ পিএম
কাহারোলে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

শনিবার দুপুর আনুমানিক আড়াইটার সময় দিনাজপুরের কাহারোল উপজেলার ১৩ মাইল গড়েয়া হাট সংলগ্ন গড়মল্লিকপুর মাদ্রাসার পার্শ্বে দশমাইল থেকে ছেড়ে আসা ড্রাম ট্রাক পেছন থেকে মোটর সাইকেলকে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দ্বীপনগর গ্রামের মোঃ সুমন আলীর পুত্র মোঃ হামজা(১৯) ঘটনাস্থলে মারা যান। ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষুপ্ত জনতা ড্রাম ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। কাহারোল হতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছানোর চেষ্ঠা করলে জনতার প্রতিরোধে পিছিয়ে আছে। অপরদিকে দশমাইল হাইওয়ের থানা পুলিশ ও কাহারোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দূঘটনার কারণে যান চলাচল বন্ধ থাকার কারণে উভয় পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে। এর ফলে আটকা পড়া যাত্রীরা ভোগান্তির শিকার হয়। বিকাল ৪ টা এ রির্পোট লেখা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দশমাইল হাইওয়ের থানার ওসি মোঃ ওমর ফারুক সড়ক দূর্ঘটনা ও  ড্রাম ট্রাক পুড়িয়ে দেওয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে