নোয়াখালীর হাতিয়া উপজেলার চরগাশিয়ার কুখ্যাত জলদস্যু ফখরুল ইসলাম ওঃ (ফকরা ডাকাত) এর প্রধান সহযোগী নাসির উদ্দিন (৩৪) কে আটক করেছে হাতিয়া কোষ্টগার্ড। মঙ্গলবার বিকেলে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
হাতিয়া কোস্টগার্ড জানায়, সোমবার (১৭ মার্চ ২০২৫) রাতে স্থানীয় সুখচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লোকজন এলাকায় নাসিরকে দেখে অবরুদ্ধ করে। সে কুখ্যাত ডাকাত ফখরুল ইসলাম ওঃ ফখরা ডাকাতের ঘনিষ্ট সহযোগী। পরে এলাকাবাসী সংবাদ দিলে কোস্ট গার্ড এসে তাকে আটক করে।
নাসির উক্ত এলাকায় বিয়ে করার সুবাধে বসবাস শুরু করে। ৫ আগষ্টের পর প্রভাবশালী নেতৃবৃন্দের ছত্রছায়ায় গরু চুরি, মানুষের বাড়ীঘর লুট সহ নানা অপকর্মে সে জড়িত থাকার অভিযোগ করেছে এলাকাবাসী। তার আটকে স্থানীয় জনতা আনন্দ মিছিল বের করে। পরে কোস্টগার্ড আইনগত প্রক্রিয়া মাধ্যমে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করে।
হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম এ প্রতিনিধিকে জানান, নাসির উদ্দিনকে সন্ত্রাস দমন আইনে গ্রেফতার দেখিয়ে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।