কুমিল্লার হোমনায় ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে মুসলিম গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরে তাওহিদী জনতার জনতার ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলা মসজিদ থেকে মুসল্লিরা মিছিল নিয়ে উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে আবু ইউসুফের পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো.শহিদুল্লাহ, মাওলানা আবদুল্লাহ মাহমুদ কাসেমী ও মো : তামিম প্রমুখ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ কয়েক শতাধিক জনতা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বক্তারা ইসরায়েল ও ভারতে মুসলিম গণহত্যা বিরুদ্ধে শ্লোগান দেয় এবং মুসলিম হত্যা ও নিপীড়নের কঠোর বিরোধিতা করেন। অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধের আহবান জানান।