কুমিল্লা সুয়াগাজীতে অবৈধ শতাধিক স্থাপনা উচ্ছেদ

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : : | প্রকাশ: ২০ মার্চ, ২০২৫, ০৫:০২ পিএম
কুমিল্লা সুয়াগাজীতে অবৈধ শতাধিক স্থাপনা উচ্ছেদ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়নের সুয়াগাজী বাজারে জনজীবনে স্বস্তি ফেরাতে এবং তীব্র যানজট জনিত দুর্ভোগ কমাতে সরকারি জমিতে অবৈধ স্থাপনা ও ফুটপাতে ভাসমান হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সুয়াগাজী বাজারে সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহণকৃত এবং সরকারী খাস জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা এবং প্রায় শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশনায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ। এসময় সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধিবৃন্দ, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহণকৃত সরকারী খাস জায়গায় অবেধ নির্মিত স্থাপনা উচ্ছেদ অভিযানে ভেকু ও একদল শ্রমিক অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। উচ্ছেদ অভিযানে সুয়াগাজী বাজারের বিভিন্ন রাস্তার পাশে ফুটপাত দখলমুক্ত করা হয়। এবং রাস্তার পাশে অবৈধ দোকান ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়। এছাড়া রাস্তার পাশের বিভিন্ন দোকানের সামনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়।

পথচারীরা জানান, এ অভিযান দুর্ভোগ কমে জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলে মনে করি। অবৈধ স্থাপনার কারণে চলাচলে অনেক কষ্ট হতো। 

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ জানান, জনজীবনে স্বস্তি ফেরাতে অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে উচ্ছেদ অভিযান চালানো হয়। ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসনে ব্যবস্থা নেয়া হবে। যতদিন প্রয়োজন এ অভিযান অব্যাহত রাখা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে