নড়াইলের লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা বাজারে কাচা তরকারি কেনাবেচা নিয়ে বাকবিতন্ডায় দোকানীর আঘাতে একজন শ্রমিক নেতা নিহত হয়েছেন। পুলিশ ঘাতক কাঁচামাল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রবিবার (৩০ মার্চ) বিকাল ৪ টার দিকে শহরের লক্ষ্ণীপাশা চৌরাস্তা কাচা বাজারে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক নেতা মো: আব্দুল্লাহ-আল-মামুন লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের মো: ওলিয়ার শেখের ছেলে এবং নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (১২৯৫) এর নির্বাচিত সাধারণ সম্পাদক। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে , নড়াইল জেলা শহর থেকে কাজ শেষে শ্রমিক নেতা মোঃ আব্দুল্লাহ-আল-মামুন লক্ষ্ণীপাশা চৌরাস্তায় আসেন। সেখান থেকে কাঁচামাল কেনার জন্য তিনি চৌরাস্তা বাজারের কাঁচামাল ব্যবসায়ী গোপিনাথপুর গ্রামের ইদ্রিস শেখের দোকানে যান। এ সময় কাঁচামাল কেনাকে কেন্দ্র করে শ্রমিক নেতা মো : আব্দুল্লাহ-আল-মামুনের সাথে দোকানী ইদ্রিস শেখের তর্ক-বির্তক হয়। তর্ক-বির্তকের এক পর্যায়ে দোকানী ইদ্রিস শেখ প্লাস্টিকের গামলা দিয়ে আব্দুল্লাহ-আল-মামুনের ঘাড়ে ও মাথায় আঘাত করে গুরুতর আহত করে। এ সময় মামুন মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন আহত মামুনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে ঘটনার পরপরই লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে গোপীনাথপুর এলাকা থেকে ঘাতক ইদ্রিস শেখকে (৬১) আটক করেছে। এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং সৃষ্ট ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।