কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কা ট্রাক্টর চালক নিহত

এফএনএস (কাজী মৃদুল, কোটচাঁদপুর,ঝিনাইদহ) : : | প্রকাশ: ২৯ মার্চ, ২০২৫, ০৪:১৭ পিএম
কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কা ট্রাক্টর চালক নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুরের সোয়াদী রেল গেটে ট্রেন ও মাটি ভর্তি ট্রাক্টরের সংঘর্ষে ট্রাক্টর চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনগত রাত ১২টার দিকে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে। স্থানীয় প্রসাশনের সহযোগীতা নিয়ে রাতভর চলে অবৈধ ভাবে মাটি কাটা ও মাটি ভর্তি ট্রাক্টর চলাচল। রাতে কানে হেটফোন লাগিয়ে বেপরোয়া ট্রাক্টর চালানোই এ দূর্ঘটনার মূল কারণ বলে জানিয়েছে পুলিশ। 

ঘটনাস্থল থেকে ২শত মিটার দূরে অবস্থিত পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রফিক জানান- আমরা রাতে এ দূরঘটনার সাথে সাথে ঘটনাস্থলে যেয়ে দেখি ট্রেনের ধাক্কায় মাটি ভর্তি ট্রাক্টর রেল লাইনের পাশে উল্টিয়ে পড়ে আছে। সাথে ট্রাক্টর ড্রাইভারের  রক্তাক্ত লাশ। তিনি জানান- ট্রাক্টর চালকের কানে হেট ফোন থাকায় এ দূরঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির নাম ভোলা (২০) বাড়ী দর্শনার গহেরপুর গ্রামে। সে ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে। কোটচাঁদুরের সাফদারপুর হাজি ইট ভাটার ট্রাক্টর ড্রাইভারের চাকুরী করতো এই নিহত ভোলা। 

বিষয়টি নিয়ে সাফদারপুর রেলষ্টেশন মাষ্টার রিপন আলী জানান- খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। তিনি বলেন, এখানে ইরফান আলী নামের একজন গেটম্যান আছে। তবে ঘটনাস্থলে যেয়ে তাকে পাওয়া যায়নি। তিনি বলেন রাত ১২টার দিকে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের সাথে রাস্তা পারের সময় এদূর্ঘটনাটি ঘটে। রাতেই রেলপুলিশ লাশ উদ্ধার করেছে। এদিকে একই দিনে বেলা সাড়ে ১১টার দিকে ওই গেট থেকে মাত্র ৫০ মিটার দূরে অজ্ঞাত নামা ৫০বছর বয়সী এক নারীর ট্রেনে কাটা পাওয়া যায়। এলাকাবাসীর ধারণা ট্রেনে কাটা নারীটি আত্মহত্যা করেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে