কোম্পানীগঞ্জে ভুল চিকিৎসায় প্রবাসীর মৃত্যুর অভিযোগ, স্থানীয়দের বিক্ষোভ

এফএনএস (নাজিম উদ্দিন খোকন; কোম্পানীগঞ্জ, নোয়াখালী) : : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ০৫:৪৮ পিএম
কোম্পানীগঞ্জে ভুল চিকিৎসায় প্রবাসীর মৃত্যুর অভিযোগ, স্থানীয়দের বিক্ষোভ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে ভুল ইনজেকশনে এক প্রবাসী যুবকের মৃত্যুল অভিযোগে হাসপাতাল বন্ধ ও চিকিৎসকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন।

শুক্রবার রাত ১১টায় স্থানীয় ও স্বজনেরা উপজেলার বসুরহাট বাজারে পৌর এলাকা বিক্ষোভ মিছিল শেষে হাসপাতালের সামনে, হাসপাতাল বন্ধের দাবীতে ও ইনজেকশন পুশ করা চিকিৎসকের গ্রেফতারের দাবীতে অবস্থান করে। এসময় তারা বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে। পরে সেনাবাহিনী ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ এসে তাদেরকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।   

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে শাহরিয়ার মাহমুদ আবির (৩০) এর পেটে ব্যাথা, জ্বর অনুভব করলে এবং ডায়রিয়া শুরু হলে পরিবারের সদস্যরা বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসার নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক ইনজেকশন পুশ করে। সাথে সাথে আবিরের অবস্থার অবনতি ঘটলে ফেনী একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থার আরও অবনতি ঘটলে ঢাকার বারডেম হাসপাতালে আইসিউতে নেওয়া হয়। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবিরের মৃত্যু হয়।    

নিহত শাহরিয়ার মাহমুদ আবির (৩০) উপজেলার বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সানা উল্যাহ বাহারের ছেলে। তিনি দীর্ঘ ছয় বছর আবুধাবীতে ব্যবসা করতেন।

নিহতের ছোট ভাই ইমতিয়াজ মাহমুদ ইমন আমার দেশকে জানান, গত ছয় বছর যাবত আমার বড় ভাই আবির আবুধাবিতে বাবার সঙ্গে ব্যবসা করতেন। গত বৃহস্পতিবার ১০ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে তিনি আবুধাবি থেকে বাড়িতে আসেন। তাৎক্ষণিক তার ডায়রিয়া, জ্বর ও পেটে ব্যাথা দেখা দিলে আমি, আমার মা ও ভাবী তাকে নিয়ে উপজেলার বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে যাই। ওই সময় ডিউটিরত ডাক্তার বেলায়েত হোসেন মামুন তার শরীরে একটি ইনজেকশন পুশ করে। এতে আমার ভাইয়ের চোখ-মুখ লাল হয়ে শরীরে জ্বালা পোড়া শুরু হয় এবং পেশার একবারে কমে যায়। পরে তার অবস্থা বেগতিক দেখে রাত ৮টার দিকে বসুরহাট সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলে। এরপর তাকে ফেনীর জেড ইউ হসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকার বারডেম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, নিহতের স্বজনেরা ভুল চিকিৎসার অভিযোগ করেছে। এখনও থানায় কোন লিখিত অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে