খালেদা জিয়ার সুস্থতা কামনা ও কারাবরণকারী নির্যাতিত নেতাদের সম্মানে ইফতার মাহফিল

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৫, ০৮:০৬ পিএম
খালেদা জিয়ার সুস্থতা কামনা ও কারাবরণকারী নির্যাতিত নেতাদের সম্মানে ইফতার মাহফিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামানায় এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে পাবনা-৩ এলাকার (চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর) গায়েবী মামলায় কারাবরণকারী ও নির্যাতিতদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে চাটমোহর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠণ। গতকাল শুক্রবার চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কে এম আনোয়ারুল ইসলাম। চাটমোহর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রহিম কালুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন,ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এ্যাড.মজিবর রহমান,ফরিদপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আঃ হাকিম,চাটমোহরের মথুরাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ছাইকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স ম আতাউর রহমান তোতা,উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন,পৌর যুবদলের াাহবায়ক তানভীর জুয়েল লিখন,উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাদ হোসেন শামীম প্রমুখ। পাবনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সাঈদ উল ইসলাম কাফির সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির নেতা আঃ মতিন রাজু,চাটমোহর উপজেলা বিএনপি নেতা আঃ আজিজ জোয়ার্দার,সোহেল রানা,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরকার রেজাউল করিম,সদস্য সচিব আসাদুজ্জামান লেবুসহ বিএনপি ও অঙ্গ সংগঠণের অসংখ্য নেতা-কর্মী,সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে