রাজশাহীতে সুকর্ণা গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল

এম এম মামুন; রাজশাহী : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৫, ০৬:৫৯ পিএম
রাজশাহীতে সুকর্ণা গ্রুপের উদ্যোগে  ইফতার মাহফিল

রাজশাহী মহানগরীর স্বনামধন্য প্রতিষ্ঠান সুকর্ণা গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) নগরীর রয়েল রাজ হোটেলে প্রতি বছরের ন্যায় এবারো জমকালো আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল অনুষ্ঠানে সুকর্ণা ডেভেলপার-এর ব্যবস্থাপনা পরিচালক খন্দকার তাজুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালক শামীমুল ইসলাম মুনের পরিচালনায় উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সুকর্ণা ডেভেলপার-এর পরিচালক আব্দুল মান্নাফ, খন্দকার ইশতিয়াক আহমেদ, ওয়াসিফ ইসলাম, খন্দকার তাওহীদ ইসলাম, কবীর হোসেনসহ বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মচারিরা। ইফতারের পূর্বে দোয়া করা হয়। উল্লেখ্য, ১৯৯৮ সালে হোটেল সুকর্ণা ইন্টান্যাশনাল দিয়ে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। বর্তমান এই প্রতিষ্ঠানটি সুকর্ণা গ্রুপে পরিনত হয়েছে। বর্তমানে সুকর্ণা গ্রুপে রয়েছে, সুকর্ণা ডেভেলপারস, সুকর্ণা কনসালটেন্টস ও সুকর্ণা কংক্রিট প্ল্যান্ট ও হোটেল সুকর্ণা ইন্টারন্যাশনাল।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে