গোমস্তাপুরে আ’লীগকে নিষিদ্ধের দাবিতে ছাত্র -জনতার বিক্ষোভ মিছিল

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৫, ০৭:৩৭ পিএম
গোমস্তাপুরে আ’লীগকে নিষিদ্ধের দাবিতে ছাত্র -জনতার বিক্ষোভ মিছিল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। শনিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সারাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামীলীগ ও ফ্যাসিবাদের অংশীদারদের বিচার, দলের নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবীতে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

 গোমস্তাপুর ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে বিকেল থেকে ছাত্র ও জনতা থানার সামনে এসে জড়ো হয়ে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বাস স্ট্যান্ড হয়ে ভেরিবাজার দিয়ে আবার থানার সামনে এসেছে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন ইমাম আসাদুল্লাহ আহমেদ, চাপাই নবাবগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ন আহবায়ক মহিদুর রহমান, অন্যতম সমন্বয়ক শিক্ষক মাসুদ রানা, গন অধিকার পরিষদের মাসুম হোসেনসহ আরো অন্যরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে