মুন্সীগঞ্জের গজারিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন 'দৈনিক বাংলা' পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম। শনিবার (২৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। আহত সাংবাদিক সাইফুল ইসলাম (৩৩) উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামের আব্দুল বাতেনের ছেলে। হামলায় আহত সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশী আব্দুল মালেক গংগের সাথে দীর্ঘদিন ধরে আমাদের বিরোধ চলছে। বিষয়টি নিয়ে দেওয়ানী আদালতে আমাদের মামলা চলমান। এরমধ্যে শুক্রবার ( ২৮ মার্চ) সকালে বিরোধপূর্ণ জায়গাটি জোরপূর্বক দখলের চেষ্টা করে আব্দুল মালেক,ইমাম হোসেন-সহ ভাড়াটে ৮/১০ জন সন্ত্রাসী। তারা এখান থেকে চলে যাওয়ার জন্য আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি তাদের বাধা প্রদান করি এবং এ বিষয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এদিকে শনিবার (২৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে তারা আবারো জায়গাটি দখল করতে আসলে আমি মুঠোফোনে সেই ছবি তোলার চেষ্টা করি। আমি ছবি তোলার জন্য ঘটনাস্থলে উপস্থিত হলে আব্দুল মোতালেব নামে একজন কাঠের লাঠি দিয়ে আমাকে পেটানো শুরু করে। অন্যদিকে ইমাম হোসেন এবং আব্দুল মালেক সহ বাকিরা আমাকে কিল ঘুষি মারতে থাকে। পুরো ঘটনাটি আমার ফোনে ভিডিও করা আছে। আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে আমার পরিবারের লোকজন আমাকে হাসপাতালে নিয়ে যায়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরশাদ কবির বলেন, ' দুপুর সাড়ে তিনটার দিকে তিনি আমাদের হাসপাতালে আসেন। তার দুই হাতে এবং বাম পায়ে আঘাতের চিহ্ন রয়েছে তবে তা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে'।
এদিকে এ ঘটনার নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরিফিন, সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম-সহ উপজেলায় কর্মরত অন্যান্য সাংবাদিক বৃন্দ।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন,' খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগের সাংবাদিক থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার উপর হামলার ঘটনার একটি ভিডিও ফুটেজ আমরা পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে'।