বাজিতপুর-নিকলী-কুলিয়ারচরে দর্শনার্থীদের ভিড়

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৫, ০১:২২ পিএম
বাজিতপুর-নিকলী-কুলিয়ারচরে দর্শনার্থীদের ভিড়

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের পাটুলী ফেরি ঘাটে ঈদের দিন দুপুর থেকে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় জমেছে। কেউ কেউ স্টীল বডি নৌকা, ফ্রিজ বোর্ড নিয়ে ঘোড়াউত্রা নদীতে মনের আনন্দে ঘুরেছেন। আবার কেউ কেউ বাচ্চাদের নিয়ে গ্রামীন দুলনায় উঠে মেতেছেন। এ দিকে কুলিয়ারচর সদরের জিল্লুর রহমান ব্রিজে গিয়ে দর্শনার্থীরা অতিথিদের বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ব্রিজের উপর আনন্দ উল্লাস করেছেন। অন্য দিকে নিকলী উপজেলার সদরে ও দামপাড়া ব্রিজে এবং সিংপুর পানি উন্নয়ন বোর্ডের সৌন্দর্য দেখার জন্য ভিড় জমিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী পাহাড়া দিয়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে