কাপাসিয়ার 'রাওনাট আদর্শ উচ্চ বিদ্যানিকেতন' প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৫, ০৯:২১ পিএম
কাপাসিয়ার 'রাওনাট আদর্শ উচ্চ বিদ্যানিকেতন' প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

গাজীপুরের কাপাসিয়ার ঐতিহ্যবাহী 'রাওনাট আদর্শ উচ্চ বিদ্যানিকেতন' প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।


আয়োজক কমিটির সভাপতি মাসুম সরকারের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

মিলনমেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মোল্লা এবং কবি মোহাম্মদ আমিনুল এহছান মোল্লার পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)এর গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ মনিরুল আলম সরকার, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ আক্তারুজ্জামান ফরিদ, আশার জয়েন্ট ডিরেক্টর আলী আজগর ভূঁইয়া, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রাক্তন ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জয়নাল আবেদীন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন আইয়ুবী, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮৬' সালের এসএসসি ব্যাচের সভাপতি এফ এম কামাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন, প্রাক্তন প্রধান শিক্ষক সাহাব উদ্দিন, বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান, প্রাক্তন প্রধান শিক্ষক মোবারক হোসেন, আব্দুর রউফ, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুজ্জামান প্রমুখ। এর আগে সকাল ১০টায় আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং কবুতর উড়িয়ে মিলনমেলার আনুষ্ঠানিকতা শুরু করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ১৯৭১ সালে প্রতিষ্ঠানের শুরু থেকে এপর্যন্ত বিভিন্ন শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা মঞ্চে ফটোসেশন করেন। প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান শিক্ষক এবং সমাজের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া আয়োজক কমিটির পক্ষ থেকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে "স্মৃতির পাতা" নামক স্মরণীকা প্রকাশ করেন।


প্রায় দুই হাজার প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের পদচারণায় বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। অনেকেই দীর্ঘদিন পর তাদের প্রিয় সহপাঠী বন্ধুকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা আয়োজনের এ ধারাকে অব্যাহত রাখতে প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এলাকার দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা শিকার করে তাদের জন্য আর্থিক খাত গঠন করার সিদ্ধান্ত নেন। প্রাক্তন শিক্ষার্থীদের সহায়তায় ফাউন্ডেশন গঠন করে আর্থিক ভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের সহায়তা করার জন্য একটি প্রস্তাবনা উপস্থাপন করেন। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে