গাজায় ইসরাইলি হামলা, একদিনে নিহত আরও ৪০

এফএনএস অনলাইন: : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৫, ০২:০১ পিএম
গাজায় ইসরাইলি হামলা, একদিনে নিহত আরও ৪০

গাজায় যুদ্ধ বিরতির কথা থাকলেও তা ভঙ্গ করেছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েল বাহিনী প্রতিনিয়ত হামলা চালাচ্ছে গাজা ভূ-খন্ড জুড়ে। এতে ঝরছে মানুষের প্রাণ। এছাড়াও আহত হচ্ছেন অনেকে। যুদ্ধবিধ্বস্ত গাজা অঞ্চল জুড়ে গত ২৪ ঘণ্টায় প্রায় ৪০ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অনেক ফিলিস্তিনি।”

শুক্রবার সকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা এই তথ্য নিশ্চিত করে প্রতিবেদনে জানিয়েছেন,

“জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়েছে যে গাজায় হাজার হাজার ফিলিস্তিনি তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি হচ্ছে। কারণ জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডাব্লিউএ) জানিয়েছে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে কোনো সাহায্য গাজায় প্রবেশ করেনি।”

এদিকে দক্ষিণ লেবাননে সর্বশেষ হামলায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলের যুদ্ধে কমপক্ষে ৫০ হাজার ২০৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময় এক লাখ ১৩ হাজার ৯১০ জন আহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃত্যুর সংখ্যা আপডেট করে ৬১ হাজার ৭০০ এরও বেশি জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে