যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে। আজ সোমবার সকাল ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে রচিত মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যা অনতিবিলম্বে বন্ধের দাবিতে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববাসীর সাথে একাত্মতা ঘোষণা করেছে। আমরা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলী এমন বর্বর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ মানববন্ধন থেকে ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘ থেকে শুরু করে বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলী এমন বর্বর হামলার প্রতিবাদে সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস এবং পাঠদান কার্যক্রম বন্ধ রাখাসহ সকল পরীক্ষা স্থগিত করা হয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আকতার হোসেন, ড. মো. মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক কে. এম. আসলাম উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনসহ মানববন্ধনে অংশ নেন।