ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার (৭ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ শেষে বাংলাদেশ জামাতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসরাইলের পণ্য বর্জন করো করতে হবে, ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে,আমাদের মুসলিম ভাই গুলিতে মরল কেন জবাব দাও দিতে হবে, বিশ্বের সকল মুসলিম নেতা এক হও মুসলমান ভাইদের রক্ষা কর করতে হবে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করা মুসল্লিরা এমন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামী আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির মোঃ সুজাউল করিম,সেক্রেটারি আবু সুফিয়ান, পৌর আমির আবুল বাশার, জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ শহীদুর ইসলাম মাসুমসহ সহাস্রাধিক নেতা কর্মি ও সাধারণ মানুষ।
সমাবেশে বক্তারা বলেন,আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ইশারায় একটি কলঙ্কিত রাষ্ট্রের জঙ্গীরা হামলা চালিয়ে ফিলিস্তিনের গাঁজায় বসবাস করা মুসলিমদের প্রাণে কেড়ে নিচ্ছে। নির্বিচারে বোমা বিস্ফোরণে ইসলামের স্থাপনা ধ্বংস করছে। এমনকি মসজিদে আযান দেওয়ার সময় বোমার আঘাতে মোয়াজ্জিনের মৃত্যুবরণসহ হাজার হাজার ফিলিস্তিনি মুসলিম মারা যাচ্ছে। মুসলিদের রক্ষা করতে বিশ্বের সকল মুসলিম নেতাদের একত্রিত হওয়ার আহ্বান জানান বক্তারা।