চলুন সু- শিক্ষার সন্ধানে দেশের কল্যাণে শ্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মৃধাপাড়া হাইস্কুলের গৌরবময় ৩০ বছর পূর্তি উৎসব ও সম্মানিত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে নানা আয়োজন করা হয়। ওই প্রতিষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃধাপাড়া হাইস্কুল স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি নুরুল হুদা। প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুঃ হবিবুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আহসান উল্লাহ হল বুয়েটের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার মুঃ ইমদাদুল হক মাসুদ। প্রধান আলোচক ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, মৃধা পাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ সালাম, বিদায়ী শিক্ষক রফিকুল ইসলাম, মনট্রিমস লিমিটেড ঢাকা ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং রেজাউল ইসলাম, রাধানগর এ এন সি উচ্চ বিদ্যালয় সহঃ প্রধান শিক্ষক আসাদুজ্জামান, শিক্ষক আঃ করিম প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।