পাবনার চাটমোহরে পাওনা টাকা চাওয়ার কারণে কাপড় ব্যবসায়ীকে মারপিট করে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়া হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ বাজারে। আহত ব্যবসায়ীকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে ভুক্তভোগি ব্যবসায়ী ভাঙ্গুড়া উপজেলার উত্তরমেন্দা পূর্বপাড়া গ্রামের আলহাজ্ব সরবেশ আলীর ছেলে আলহাজ্ব আঃ আজিজ চাটমোহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে,ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারের সিট কাপড় ব্যবসায়ী আঃ আজিজের কাছ থেকে চাটমোহর উপজেলার সমাজ বাজারের ব্যবসায়ী ইব্রাহিম হোসেনের ছেলে আনোয়ার হোসেন ৫০ হাজার টাকার সিট কাপড় বাকিতে নেয়। প্রায় এক বছর পার হলেও সে বাকি টাকা পরিশোধ করেনা। বারবার তাগাদা দিয়েও টাকা না পেয়ে গত শুক্রবার সন্ধ্যার পর ব্যবসায়ী আঃ আজিজ তার ছেলে মামুনকে নিয়ে সমাজ বাজারে টাকার জন্য আসেন। তারা আনোয়ার হোসেনের কাছে টাকা চাইলে আানোয়ার হোসেন ও তার ছেলে নিবির হোসেন টাকা না দিয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে আনোয়ার হোসেন গং তাদেরকে মারপিট করে ব্যবসায়ী আঃ আজিজের কাছে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা ও তাদের মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আহত ব্যবসায়ী আঃ আজিজ ও তার ছেলে মামুনকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে ভুক্তভোগি আঃ আজিজ শুক্রবার রাতেই চাটমোহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার জানান,ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি। মোটরসাইকেলটি ঘটনাস্থলে আছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।