চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের রঘুনাথ পূজা উৎযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপি গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের সীমান্তবর্তী বেগপুর কায়েমপুর এলাকায় এই পূজ পূজা পালন করা হয়। বেগপুর শ্রী শ্রী আল ঠাকুর রঘুনাথ মন্দির আয়োজিত এই পূজায় পার্শ্ববর্তী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দর্শনার্থীদের সমাগম হয়।
স্থানীয় ও দর্শনার্থীরা জানান এই পূজা অনেক বছর আগে থেকে হয়ে আসছে। এ পূজা ভক্তি উপলক্ষে সকলে উপস্থিত হয়েছে । বিশ্বাসের সাথে ভক্তি করে শান্তিতে বসবাসের জন্য। পূজা উপলক্ষে শ্রীমৎ ভাব ভক্তি গীতা পাঠ এবং রামচন্দ্র কিছু অংশ পাঠ করা হবে বলে তারা জানান।
শ্রী আল ঠাকুর রঘুনাথ মন্দিরের সভাপতি বাহাদুর কেন কেত জানান, অনেক বছর থেকে এই স্থানে পূজা করা হয়। বক্তারা এই রঘুনাথ পূজায় বিভিন্নভাবে মানত করে।
রঘুনাথ মন্দিরের উপদেষ্টা নির্মূল কুজব বলেন, বাপ-দাদার আমল থেকেই দেখে আসছি এই পূজা উদযাপন। বিভিন্ন এলাকার ভক্তরা রঘুনাথ পূজায় এসে অংশ নেন।