গ্রাম আদালত কার্যক্রমকে গতিশীল করতে অংশীজনদের সাথে সমন্বয় সভা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৫, ০৪:১৯ পিএম
গ্রাম আদালত কার্যক্রমকে গতিশীল করতে অংশীজনদের সাথে সমন্বয় সভা

কিশোরগঞ্জ জেলায় গ্রাম আদালত কার্যক্রমকে গতিশীল করতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সত্রিবাকরণ ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে বাংলাদেশে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অথিতি ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। সভায় সভাপতিত্ব করেন মমতাজ বেগম, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, কিশোরগঞ্জ।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, ইপসা, কিশোরগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজা আক্তার প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি ও প্রকল্পের আওতায় প্রচার-প্রচারণা (আউটরীচ) কার্যক্রমের পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ে সরকারী ও বেসরকারী সংস্থা সমূহের ভূমিকা এবং জানুয়ারি ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত মামলার তথ্য, গত সভার সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা সমূহ, এবং ইউনিয়ন পরিষদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।

আগামী ৩ মাসের জন্য একটি কর্ম পরিকল্পনা করা হয়। উক্ত পরিকল্পনা বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা এবং গ্রাম আদালত প্রকল্প কর্মীদের কাজ করার পরিবেশ তৈরি করা। সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন  জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা, ফ্যামিলি টাইস এর নিবাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকী, জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি নাদিরুজ্জামান।

সভায় আরব উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মুয়িদ,  যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক একেএম রফিকুল ইসলাম,সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান খান , জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা, যুব প্রতিনিধি, সাংবাদিক, নারী উদ্যোগ কেন্দ্র, ব্র্যাক ও অন্যান্য সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান। এছাড়াও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারীগণ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে