সিরাজদিখানে ঈদ সামগ্রী, শাড়ি ও লুঙ্গি বিতরণ

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৫, ০৬:৪০ পিএম
সিরাজদিখানে ঈদ সামগ্রী, শাড়ি ও লুঙ্গি বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঈদ সামগ্রী, শাড়ি, লুঙ্গি ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। কাজী নাসির উদ্দিন জনকল্যাণ যুব সংঘের আয়োজনে প্রতিষ্ঠাতা, ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক- কলামিস্ট কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে এসব সামগ্রী বিতরণ করা হয়। শনিবার  ২২ মার্চ বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রসুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের ঈদগাহ ময়দান থেকে শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে সেমাই, চিনি, পোলার চাল, দুধ, গরম মসলা, শাড়ি, লুঙ্গি, বিতরণ করেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও কলামিস্ট কাজী শহিদুল ইসলাম ও তার পরিবারের লোকজন। এ সময় উপস্থিত ছিলেন, এশিয়ান টেলিভিশনের প্রোডিউসার কাজী সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারী সদস্য সমন্বয়ক কাজী শারমিন ইসলাম মেধা।

কাজী আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কাজী মো. হালিম, কাজী মোস্তফা কামাল, ইমাম হারুনুর রশিদ, কাজী মোশারফ হোসেন, কাজী কামরুজ্জামান (পরশ) প্রমুখ। এছাড়া স্থানীয় যুবদের ক্রীড়ার মান বাড়াতে তাদেরকে এক সেট ক্রিকেট খেলার সরঞ্জাম দেওয়া হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে