চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

এফএনএস (মোঃ আবদুল ওয়াদুদ; চট্টগ্রাম) : : | প্রকাশ: ২২ মার্চ, ২০২৫, ০৭:১৭ পিএম
চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম শহরের ইপিজেড এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জেএমএস গার্মেন্টস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে দুই দিকে দীর্ঘ কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার  সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত  তারা বিক্ষোভ করেন। এসময় ফ্রিপোর্ট এলাকায় সড়কে অবস্থান নেন শ্রমিকরা। এর আগে সকাল ৮টা থেকে প্রতিষ্ঠানটির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেএমএস গার্মেন্টস লিমিটেডে কাজ না থাকায় এবং ব্যাংকিং জটিলতার কারণে আগেই লে-অফ ঘোষণা করে। লে-অফ চলাকালীন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদেরকে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯ এর ধারা ১৫ অনুযায়ী বেতন ভাতাদি গত ২০ মার্চ (ফেব্রুয়ারি মাসের বেতন) ব্যাংকের স্ব-স্ব হিসাব মাধ্যমে এবং যাদের ব্যাংক একাউন্ট নাই তাদের বিকাশ একাউন্টের মাধ্যমে পরিশোধ করার কথা থাকলেও কোন শ্রমিক নির্দিষ্ট তারিখে বেতন পায়নি বলে জানা যায়।

একটি নোটিশের মাধ্যমে আগামী ২৫ মার্চ বেতন পরিশোধ করবে বলে জানায় মালিক পক্ষ। শ্রমিকরা এই সিদ্ধান্ত না মেনে আজ ফ্যাক্টরির সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ও পরবর্তীতে রাস্তা অবরোধ করেছে। অপরদিকে চট্টগ্রামের আরো কয়েকটি গার্মেন্টসে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে বলে জানা গেছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে