পিএইচপি ফ্যামিলীর কর্পোরেট অফিসের এইচআর এন্ড এডমিনিস্ট্রেশন ম্যানেজার, সাতকানিয়ার কৃতী সন্তান জনাব মোঃ আব্দুল মোমেন কেরানিহাটের উত্তর পাশে অবস্থিত জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। তিনি কেঁওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বরুমচড়া গ্রামের মৃত আব্দুল মাজেমের পুত্র। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ডক্টর বিপ্লব গাঙ্গুলী কতৃক আজ ২৪ মার্চ ২০২৫ স্বাক্ষরিত অনুমোদন পত্রে জানা যায়, আগামী ৬ মাসের জন্য বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার নিমিত্তে জনাব আব্দুল মোমেনকে শিক্ষা বোর্ড কতৃক মনোনীত সভাপতি, জনাব মোহাম্মদ জসিম উদ্দিনকে জেলা শিক্ষা অফিসার মনোনীত শিক্ষক প্রতিনিধি, জনাব জাফর আহমদকে উপজেলা নির্বাহী অফিসার মনোনীত অভিভাবক প্রতিনিধি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ফয়জুল হককে পদাধিকার বলে সদস্য সচিব করে এই এডহক কমিটি অনুমোদিত হয়েছে।
এম.এস.এস, এমবিএ (এইচআর), এলএলবি এবং ডিপ্লোমা ইন এইচআর ডিগ্রীধারী জনাব আব্দুল মোমেন বিদ্যালয়ের আরো অগ্রগতি সাধনে সকলের সহযোগিতা কামনা করেছেন।