চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ ২০২৫ তারিখ এই উপলক্ষে অনুষ্ঠানে বাছাইকৃত উপকারভোগীদের মাঝে রিক্সা, ভ্যানগাড়ি ও ব্যবসা পরিচালনা করার জন্য মনোহরি সামগ্রী বিতরণ করা হয়। চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হতে সহায়ক এইসব উপকরণ তুলে দেন।
এ সময় তিনি বলেন,আমাদের প্রত্যাশা উপকারভোগীগণ ভিক্ষাবৃত্তি পরিত্যাগ করে উপার্জনক্ষম দায়িত্বশীল নাগরিককে পরিণত হবেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জামাল হোসেনসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।