চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী, বাগাদী ও লক্ষীপুর ইউনিয়নে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ভিজিএফ চাল ও অন্যান্য ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ ২০২৫ তারিখে উল্লেখিত ইউনিয়ন সমূহে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে উক্ত কর্মসূচির চাল বিতরণ করা হয়।
এ বিষয়ে সদর ইউএনও মো.সাখাওয়াত জামিল সৈকত বলেন, একটি ইউনিয়নের বৃহৎ জনগোষ্ঠীর মাঝে নির্ধারিত পরিমাণ চাল বিতরণ নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জিং কাজ। উক্ত দায়িত্ব সফলভাবে সম্পন্ন করার জন্য ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ সকলের সম্মিলিত ও ঐকান্তিক প্রচেষ্টা একান্ত কামনা করছি ।