পাবনার চাটমোহর পৌর সদরের দোলবেদীতলা শ্রী শ্রী বলরামদেব মন্দিরে বৃহস্পতিবার (৩ এপ্রিল) থেকে শুরু হয়েছে শ্রী শ্যী বাসন্তি পূজা উৎসব। এদিন বাসন্তী দূর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বাসন্তী পূজা উৎসবে রয়েছে পুষ্পাঞ্জলি,ধর্মীয় আলোচনা,সপ্তমী বিহীত পূজা,নবমী সন্ধিপূজা,সন্ধপূজা,নবমী পূজা,বিভিন্ন প্রতিযোগিতা ও প্রতিমা বিসর্জন।