পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানে রাতের আঁধারে পুকুর খনন করে মাটি বিক্রি করছেন একটি চক্র। উপজেলার চিরইল বিল,হান্ডিয়াল,বরদানগর এলাকায় মাটি কাটা হচ্ছে মর্মে অভিযোগ উঠেছে। উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিটন হোসেনের নেতৃত্বে মারিয়াস্থল গ্রামের আঃ রাজ্জাকের পুকুর ও টিবাপাড়া গ্রামের মওলানা রফিকুল ইসলামের পুকুর খনন করা হচ্ছে। রাতের আঁধারে স্চ্ছোসেবক দলের এই নেতা অবৈধভাবে পুকুর খনন করে লাখ লাখ টাকার মাটি বিক্রি করছেন। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। অপ্রতিরোধ্য গতিতে মাটি বানিজ্য করা হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত লিটন হোসেনের সাথে কথা বললে তিনি বলেন,কোন অনুমোদন নেওয়ার দরকার নাই। পুরাতন পুকুর কাটা হচ্ছে। এটা প্রশাসনকে বলার কি আছে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম জানান,বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান,অবৈধভাবে পুকুর খননের কোন সুযোগ নেই। এ ব্যাপারে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।