চিতলমারীতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০৭:২২ পিএম
চিতলমারীতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৪ যুবককে আটক করেছে। এ ঘটনায় থানার উপ পরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় (মামলা নং-১০) একটি মামলা দায়ের করেছেন। বুধবার (১৯ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। চিতলমারী থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন এ সব তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন চিতলমারী বাজারের খান সুজের মালিক সাখাওয়াত খানের ছেলে ইয়াহিয়া খান (২২), দূর্গাপুর গ্রামের সমীর বৈদ্যর ছেলে সঞ্জিত বৈদ্য (২৩), পিঁপড়াডাঙ্গা গ্রামের দিপক বসুর ছেলে দিপ্ত বসু (২০) ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চর বানিয়ারী গ্রামের পীযূষ কান্তি রায়ের ছেলে প্রত্যয় রায় (২০)।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, বুধবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান সংগীয় ফোর্স নিয়ে কুড়ালতলা গ্রামের সাখাওয়াত বাড়িতে অভিযান চালিয়ে উক্ত ৪ যুবককে আটক করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৬ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক)/১০(ক) ধারায় মামলা রজ্জু করা হয়েছে। গেস্খপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে