ছাত্র শিবির মানুষ গড়ার কারখানা সেটি আবারও প্রমাণিতা : সেক্রেটারি জেনারেল

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : : | প্রকাশ: ২ এপ্রিল, ২০২৫, ০৬:৪৩ পিএম
ছাত্র শিবির মানুষ গড়ার কারখানা সেটি আবারও প্রমাণিতা : সেক্রেটারি জেনারেল

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও মানুষ সুফল পায়নি। '২৪ এর গণ-অভ্যুত্থানের পর মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। সাদ্দাম বলেন, ইসলামী ছাত্র শিবির যে মানুষ গড়ার কারখানা সেটি আবারও প্রমাণিত হয়েছে। '২৪ এর স্বাধীনতার পর অনেক অভিভাবক তাদের সন্তানদের মানুষের মতো মানুষ করতে ইসলামী ছাত্র শিবিরের কাছে আসছে। গত মঙ্গলবার বিকাল ৩ টায় কয়রায় ছাত্র শিবিরের খুলনা জেলা দক্ষিণ শাখা আয়োজিত বর্তমান ও প্রাক্তন নেতাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জামায়াতের কয়রা অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। ছাত্র শিবিরের দক্ষিণ জেলা সভাপতি আবুজর গিফারীর সভাপতিত্বে এতে আরও বক্তৃতা করেন  জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ অলিউল্লাহ ও মাওলানা আমিনুল ইসলাম, কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন জেলা শিবিরের সেক্রেটারি মুহা. ওয়েসকুরুনী।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে