ভারতীয় মদসহ কালিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : : | প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৫, ১২:২২ পিএম
ভারতীয় মদসহ কালিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নড়াইলের কালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় মদসহ হালিমা বেগম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত নারী যশোর জেলার ঝিকরগাছা থানার নাভারণ গ্রামের মৃত কালাম মিয়ার স্ত্রী। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় কালিয়া থানার এসআই এইচ, এম, সাইফুল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় মহিলা কনস্টবলসহ অভিযান চালিয়ে কাঞ্চনপুর খেয়াঘাট থেকে মাদক ব্যবসায়ী ওই নারীকে ভারতীয় মদসহ আটক করে। আটককৃত নারীর নামে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা রয়েছে। মামল নং- ৬/৪৬, তারিখ ০৩-০২-২০২২।

এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত হালিমা বেগমের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার (৫ এপ্রিল) তাকে নড়াইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে