দিঘলিয়া উপজেলার চন্দনীমহল সাব স্টেশন সংলগ্ন বালুর মাঠে ঈদ পরবর্তী অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় অংশ নেয় কপোতাক্ষ গ্লাডিয়েটরস একাদশ বনাম যমুনা ভাইকিংস একাদশ। চূড়ান্ত এ খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কপোতাক্ষ গ্লাডিয়েটরস একাদশ। তারা ২৬ রানে জয়ী হয়। খেলায় রানার্স আপ হয় যমুনা ভাইকিংস একাদশ। এ খেলায় ম্যান অব দ্যা লীগ হন অপূর্ব শীল সবুজ। সেরা ব্যাটার হায়দার, সেরা বলার হুমাউন ও সেরা ফিল্ডার সিয়াম। সেরা ভাস্যকর বেনজির আহমেদ মুকুল ও মোস্ট ইমারজিং প্লেয়ার সাকিব। উপস্থিত অতিথিবৃন্দ সকল স্তরের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ খেলায় অংশ গ্রহণকারী দলগুলো হলো যমুনা ভাইকিংস, মেঘনা নাইন স্টার্স, পদ্মা টাইডার্স, কপোতাক্ষ গ্লাডিয়েটরস, পাইরেটস অব ভৈরব, ইছামতি ইয়াংগার্স, চিত্রা এক্সপ্রেস, কর্ণফুলী চ্যালেঞ্জারস, রূপসা পাওয়ার অব রোয়ার ও মধুমতি টাইটান্স। এ খেলাগুলো পরিচালনায় আরো যারা ছিলেন তারা হলেন মোঃ রুবেল হাওলাদার, মোঃ সবুজ শেখ, মোঃ আব্বাস, চন্দনশীলসহ আরো অনেকে। ঈদ স্পেশাল ক্রিকেট লীগের ক্রীড়া সংগঠক ও আহবায়ক মোঃ মনিরুল ইসলামের সার্বিক পরিচালনায় এ সময় স্থানীয় অপ প্রশাসন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।