জেএসএস ও ইউপিডিএফের গোলাগুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) : : | প্রকাশ: ১৬ মার্চ, ২০২৫, ০৪:৪৫ পিএম
জেএসএস ও ইউপিডিএফের গোলাগুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত

রাঙ্গামাটির মানিকছড়িতে পার্বত্যঞ্চলের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সাথে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর মধ্যে গোলাগুলির ঘটনায় এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। এতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রবিবার (১৬ মার্চ) সকালে রাঙ্গামাটির মানিকছড়ি খামারপাড়া তৈমিদুং এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহত ইউপিডিএফ সদস্যের নাম নির্মল খীসা। তিনি নানিয়ারচর উপজেলার তৈচাকমা গ্রামের সুনীল বিহারী খীসার ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ইউপিডিএফের অর্থ বিভাগের ৩সদস্য (কালেক্টর) সাংগঠনিক কাজে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা অর্তকিত গুলি চালায়। আকস্মিক হামলায় দুইজন কোনমতে নিজেদের রক্ষা করতে পারলেও নির্মল খীসা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর পরই সন্ত্রাসী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই বিষয়ে ইউপিডিএফের মুখমাত্র অংগ্য মারমা বলেন, জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের হামলায় আমাদের একজন কর্মী নিহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। 

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাহেদ উদ্দীন জানান, মানিকছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে ইউপিডিএফের একজন নিহত হওয়ার খবর পেয়েছি। স্থানীয় ইউপি মেম্বার আমাকে নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে