খুলনার ডুমুরিয়া উপজেলার কৃতি সন্তান মোঃ মেহেদী হাসান নিলয়কে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকার মুগদা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং শাকিল আহমেদ কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।বাংলাদেশ জাতীয়তা বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত গত ১৪ মার্চ তারিখে এক পত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে,ঢাকার মুগদা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ণী শিক্ষার্থী মোঃ মেহেদী হাসান নিলয় ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের খরসঙ্গ গ্রামের মোঃ শাহজাহান আলী মোড়লের জেষ্ঠ পুত্র। নিলয় ২০১৭ সালে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতে ভর্তি হয়ে চুড়ান্ত পরীক্ষায় কৃতিত্বের সাথে উর্ত্তীন্ন হন।পড়াশুনার পাশাপাশি তিনি ওই মেডিকেল কলেজে ছাত্র দলের রাজনীতি শুরু করে সংগঠনকে শক্তিশালী করতে নিরালস ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।তারই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ নেতৃবৃন্দ নিলয় কে মেডিকেল কলেজ শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা করেছেন। ঘোষিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে পরবর্তি ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।