বিএমডিএর নলকূপের পানি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ৬ দিন পর

তানোরে অবশেষে মারা গেলেন ওয়ার্ড কৃষকদল নেতা নেকসার আলী

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী : | প্রকাশ: ১ এপ্রিল, ২০২৫, ০৯:০৩ পিএম
তানোরে অবশেষে মারা গেলেন ওয়ার্ড কৃষকদল নেতা নেকসার আলী

রাজশাহীর তানোর উপজেলার রাতৈল তিন রাস্তার মোড়ে এবার বিএমডিএর গভীর নলকূপের পানি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ৬ দিন পর মারা গেছেন নেকসার আলী (৩৫)। রামেক হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার ১ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ তিনি। তার বাড়ি তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউপির রাতৈল গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ওসি আফজাল হোসেন। নেকসার আলী ওই এলাকার ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের সেক্রেটারী।

এঘটনায় নিহত নেকসার আলীর চাচা নওশেরাজ শেখ বাদী হয়ে ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. রনিসহ ১৭ জন নামধারী ব্যক্তির বিরুদ্ধে ঈদের দিন সোমবার দিবাগত রাতে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন বলে তানোর থানা বিএনপির সাবেক সেক্রেটারী চেয়ারম্যান মফিজ উদ্দিন নিশ্চিত করেছেন। কিন্তু এরির্পোট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এরআগে ১১ মার্চ মঙ্গলবার তানোর উপজেলার পাঁচন্দর ইউপিতে বিএনপির ইফতারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বিএনপি নেতা মোমিনুল হক মোমিনের ভাই গানিউল হক নিহত হবার ১৭ দিন পর ২৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে এবার বিএমডিএর গভীর নলকূপের পানি নিয়ে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে কৃষকদলের নেতা নেকসার আলী মারা গেছেন।

দুই সপ্তার ব্যবধানে তানোরে বিএনপির রাজনীতিতে আধিপত্ত্য বিস্তার নিয়ে দু’জনের প্রানহানির ঘটনায় দলটির নেতাকর্মীর মধ্যে চরম আতঙ্ক ও অসন্তোষ বিরাজ করছে। দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি গেলো বৃহস্পতিবার তানোর উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী ও অত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিনের বাড়িতে এক ইফতারের আয়োজন করা হয়।

এতে অংশ নেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। ইফতারে অংশ নিয়েছিলেন ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. রনিসহ ১৭ জন নামধারী নেতাকর্মী। তবে ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি আজাদ আলী ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী এই ইফতার অনুষ্ঠানে যোগ দিয়েই হট্টগোল শুরু করে।

সেখানে কিন্তু মফিজ চেয়ারম্যান সবাইকে শান্ত করে ইফতার আয়োজন শেষ করেন। ইফতার শেষে সন্ধ্যার পর রাতৈল তিন রাস্তার মোড়ে বিএমডিএর গভীর নলকূপের পানি নিয়ে মফিজ উদ্দিনের সমর্থক ও আজাদ আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে মফিজ উদ্দিনের পক্ষের নেকসার আলী, জিয়াবুর রহমান, আজিজুল ইসলাম, তোফাজ্জল হোসেন, সাহাবুর ইসলাম ও মো. সুমন আলীসহ অন্তত ১০ আহত হন। আহতদের সবাইকেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আর আজাদ আলীর পক্ষের মো. রনি ও তাঁর ভাই মো. সজীবসহ বেশ কয়েক সামান্য আহত হন।

এনিয়ে উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. রনি বলেন, এ বছরই ইফতার মাহফিলকে কেন্দ্র করে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে একজন নিহত হন। তাই আমরা ইফতার আয়োজনের পক্ষে ছিলাম না। ইউনিয়ন বিএনপি এটা বয়কট করেছে। কিন্তু বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন ইফতার আয়োজন করবেনই। তাকে প্রতিহত করতে তাদের অনুসারী নেতাকর্মীরা বাধা দিলে সংঘর্ষ বাধে। তারা বুঝতে পারেননি খুন খারাপি ও হত্যাকান্ড হবে বলে অনুতপ্ত তিনি।

এব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান মফিজ উদ্দিন বলেন, বিএমডিএর (বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ) ডিপ (সেচপাম্প) নিয়ে গন্ডগোল হয়েছে। আমার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে ঘটনা। আমি ওই এলাকায় দুই বছর ধরে যাইনি। কিন্তু রাতৈলে আজাদ আলীর পক্ষের লোকজনের হামলায় তার নিজের পক্ষের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আজ মঙ্গলবার রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নেকসার আলী মারা গেছে। আইনি পদক্ষেপ নিতে ওসিকে বলা হয়েছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, ঘটনার দিন মারামারিতে দুই পক্ষের ১৫ জন আহতদের মধ্যে নেকসার আলী মারা গেছে। বিষয়টি নিয়ে থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে