বাঘায় ঈদ মেলায় জিলাপী বিক্রি কোটি টাকা

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) : : | প্রকাশ: ৪ এপ্রিল, ২০২৫, ০৫:২৯ পিএম
বাঘায় ঈদ মেলায় জিলাপী বিক্রি কোটি টাকা

রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী ঈদ মেলায় শুধু জিলাপী বিক্রি হয়েছে কোটি টাকার। বাজু বাঘা নতুনপাড়া গ্রামের মিশন হোসেন মাজার গেটে প্রবেশ মুখে জিলাপীর দোকান দিয়েছেন। তিনি বলেন, ৬ দিনে তিনি ২০ মন জিলাপী বিক্রি করেছেন। তার মতো আরও অর্ধশত দোকান রয়েছে। সবাই মিলে গড় এক কোটি টাকার জিলাপী বিক্রি হয়েছে।

জানা গেছে, সাত দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে ঈদুল ফিতরের দিন থেকে। শাহদৌলা কলেজ মাঠ, মাজার চত্বরে মেলা দেখা ও আনন্দ উপাভোগ করার জন্য দেশের দূর-দূরান্ত থেকে হাজার হাজার নারী পুরুষ আসছে।

মেলায় হাজার হাজার ব্যবসায়ীরা পসরা নিয়ে বসেছে। এরমধ্যে জিলাপীর দোকান উল্লেখযোগ্য। মেলাই পাওয়া যাচ্ছে সব ধরনে মিষ্টি, বাচ্চাদের খেলনা, মনোহারি সামগ্রী, লোহাজাত দ্রব্য, কাঠের আলনা, চেয়ার, টেবিল, খাট, ড্রেসিং টেবিল, পালঙ্ক, শোকেচ, মাটির হাড়ি পাতিল, প্রসাধনী সামগ্রী, বেকারি দ্রব্যাদি, শামুকের মালা, কাঠের সামগ্রী, বেলুন, বাঁশি। এ ছাড়া রয়েছে ছবির দোকান, খাবার হোটেল, সদর ঘাটের পান, চা স্টল প্রভৃতি। এছাড়া মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে সার্কাস, যাত্রা, নাগর দোলা, মোটরসাইকেল, কারগাড়ি ঘোরান খেলা।

মেলার আয়োজকরা জানান, মহৎ এক পুরুষ আব্বাসী। তার বংশের হযরত শাহ মোয়াজ্জেম ওরপে শাহদৌলা (র.) ও ছেলে হযরত আ. হামিদ দানিশ মন্দের (র.)ওরশকে কেন্দ্র করে ঈদের দিন থেকে বাঘা ওয়াকফ এস্টেটের বিশাল এলাকাজুড়ে শুরু হয় মেলা। ঈদের তৃতীয় দিন ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। এই দিনে জোহর নামাজের পর তবারক বিতরণ করা হয়। মেলা কমিটির সহসভাপতি ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, সুষ্ঠু সুন্দর পরিবেশে মেলার আয়োজন করা হয়েছে। যাতে কোনো অপ্রীতিকর না ঘটে, সে জন্য পুলিশ বাহিনী সতর্ক রয়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে