তালার কপোতাক্ষ নদের সংযোগ পদ্ম বিলের খালটি মৃত প্রায়

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৫, ০৪:০৮ পিএম
তালার কপোতাক্ষ নদের সংযোগ পদ্ম বিলের খালটি মৃত প্রায়

সাতক্ষীরা  তালা উপজেলার  কপোতাক্ষ নদের সংযোগ পদ্ম  বিলের  খালটি  এখন মৃত প্রায়। এক সময় কপোতাক্ষ  নদের খরস্রোতে খালটি তে জোয়ার ভাটা বযে যেত। কিন্তু কালের বিবর্তনে  সে জোয়ার ভাটা হারিয়ে গেছে। বর্তমানে পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায়  সেখানে ধান চাষ হয।  তালার মাগুরা ইউনিয়নের  ১ নং ওয়ার্ডের বি এন পির  সভাপতি  আব্দুল  কাদের জানান ১৯৮০ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান  নিজে এই পদ্ম বিলের খাল খনন কাজের উব্দোধন করেন । তখন কপোতাক্ষ  নদের সাথে  সংযোগ থাকায়  জোয়ার ভাটা বযে যেত। কিন্তু বর্তমানে উক্ত খালে পলি জমে ভরাট হযে যাওয়ায়   এলাকার কিছু প্রভাবশালীরা জবর দখল করে ধান চাষ করছে। কিন্তু দেখার কেই নেই।  বলরামপুর গ্রামের চা ব্যবসায়ী আমিরুল মোড়ল জানান  বর্তমানে খালটি তো মৃত। সেখানে এলাকার কিছু প্রভাবশালী মহল খালটি  দখল করে নিয়ে ধান চাষ করছে। কিন্তু দেখার কেউ নেই।    


সরজমিন  ঘুরে জানা গেছে ১৯৮০ সালে তৎকালীন সরকারের রাষ্ট্র পতি শহীদ জিয়াউর রহমান  খাল খনন কাজের উদ্বোধন  করেন । পরবর্তীতে  খাল টি স্বনির্ভর এর আওতায়    প্রায় ৫ কিলোমিটার  খনন করা হয়। বালিয়াদহা গ্রামের শাহাবাজ বিশ্বাস  বলেন পদ্ম বিলের খাল টি  এখন তো মৃত। সেই সময়  শহীদ জিয়াউর রহমান  খালটি উদ্বোধন করেন। খালটি বলরামপুর সুইচ গেট থেকে শুরু করে বালিয়াদহা দেবুতলা নামক স্থান পর্যন্ত খনন করা হয়। এখন  ঐ খালে জেয়ার  ভাটা বন্দ থাকায় ভরাট হয়ে গেছে। খালটি দ্রুত খনন করা প্রয়োজন বলে আমি মনে করি।   মাগুরা ইউনিয়নের  চেয়ারম্যান গনেষ দেবনাথ বলেন  খাল টি বর্তমানে ভরাট হযে গেছে। খালটি দ্রুত খনন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচিছ। তালা উপজেলার  সুযোগ্য নির্বাহ কর্মকর্তা  শেখ মোঃ রাসেল জানান  আমি তো এই উপজেলায়  নতুন  এসেছি। সব কিছু এখন ও চিনি না। তার পর ও বিষয় টি দেখে দ্রুত ব্যবস্থা গ্রহন করার চেষ্টা করব ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে