পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আগুনে পুড়ে ৪টি পরিবার ভস্মীভূত হয়েছে। জানা যায় মঙ্গলবার দিবাগত রাতে ৪নং শালবাহান ইউনিয়নের ছোটদলুয়া (খেরকীডাঙ্গী) গ্রামে এই ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো সোলেমান (৬৫), রফিকুল ইসলাম ( ৫০), মো. সিদ্দক (৪৫) ও হামিদুল(৫৫)। আগুনে ৪ পরিবারের ১০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এছাড়া ১টি গরু, ২টি ছাগল সহ ২০-২৫টি মুরগী পুড়ে গেছে। ভুক্তভোগী পরিবার মো. রফিকুল ইসলাম জানান- আগুনে পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো সরকারিভাবে কিছু সহযোগীতা পায়নি।
তেঁতুলিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিস এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সিরাজুল হক বলেন, ঘটনার খবর পেয়ে উক্ত স্থানে পৌছে আশপাশের আরও অনেক বাড়িঘর আগুনের হাত হতে রক্ষা করেছি। আমাদের ধারনা রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।