গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে উত্তাল রংপুর

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৫, ০৭:১২ পিএম
গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে উত্তাল রংপুর

শুক্রবার ( ২১ মার্চ) বেলা ৩ টায় নগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলার চোখ নামের একটি সংগঠন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত মুসল্লী অংশ নেন। এসময় বক্তব্য দেন বাংলার চোঁখের চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, হাজী কল্যাণ সংস্থার সভাপতি অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ, বাংলার চোখের সভাপতি রেদওয়ানুল হক, নূরে মদিনা জামে মসজিদ ইমাম মাওলানা আবু ইসাহাক পেশ ইমাম ও তেতুলতলা জামে মসজিদ খতিব মাওলানা জুলফিকার আনসারী প্রমূখ।

একই সময়ে ইত্তেহাদুল উম্মাহ নামের একটি সংগঠন সিটি বাজার থেকে মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে আবারও সিটি বাজারের সামনে সমাবেশ করে।

এছাড়াও নগরীর খামার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল করে সেখানকার তরুণ ও যুবকরা। সমাবেশ ও বিক্ষোভ থেকে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধভাবে  ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে নামার আহবান জানানো হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে