পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাতমাস পর আকাশের বৃষ্টিতে প্রকৃতিতে ফিরেছে সতেজ তরতাজা রূপ। জানা যায় আজ শনিবার সকাল পনে নয়টা থেকে ১০ টা পর্যন্ত তেঁতুলিয়ায় ভারী বৃষ্টির সংগে কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি শিলাবৃষ্টির হয়েছে। নদী-নালায় বাঁধ সবুজ বন জঙ্গল না থাকায় আবহাওয়া ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় বিরূপ প্রভাব পড়েছে। আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে গত বর্ষা মৌসূম শেষ হওযার পর দীর্ঘ সাত মাসে আকাশে কোন বৃষ্টিপাত হয়নি। ফলে রাস্তা-ঘাটে শুকনা বালু আর ধুলিকণায় প্রকৃতির সবুজ রূপ অনেকাংশে মনিল হয়েছিল। এছাড়া রবি শস্য সহ ক্ষেত্রের নানান ফসল পানির অভাবে অনেকটা মরার উপক্রম হয়ে পড়ে। পশু-পাখি সহ প্রকৃতির সর্বত্র যেনো বৃষ্টির জন্য হা-হা কার করছিল। এদিকে পানির স্থর নীচে নামার কারণে বসতবাড়িতে টিউওবয়েলে পানি উঠেনি। কিন্তু শনিবারের বৃষ্টির পর সেই সংগে রাস্তার ধুলিকনা বৃষ্টির পানিতে চেপে বসে গেছে এবং প্রকৃতির সর্বত্র ফিরেছে সতেজ সবুজের তরতাজা রূপ।তেঁতুলিয়া ১ম শ্রেনির আবহাওয়া অফিস পর্যবেক্ষণাগার অফিস সূত্রে জানা যায় গত ২৪ ঘন্টায় ৭ দশমিক ০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।