দাকোপে গনহত্যা দিবস পালনে আলোচনা সভা

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : : | প্রকাশ: ২৫ মার্চ, ২০২৫, ০৭:২৭ পিএম
দাকোপে গনহত্যা দিবস পালনে আলোচনা সভা

২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ পালনে দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, চালনা এম এম কলেজ অধ্যক্ষ অসীম কুমার থান্দার, দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, বীরমুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ গাজী প্রমুখ। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীর, দাকোপ থানার ওসি তদন্ত দেবাশীষ দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার পরিতোষ কুমার আউলিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন, আইসিটি অফিসার সমীর বিশ্বাস, চালনা সরকারী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শিপন ভূইয়া, শচীন্দ্রনাথ মন্ডল, সাংবাদিক মামুনুর রশিদসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW