কালীগঞ্জে বাস চাপায় বাইসাইকেল আরোহী নিহত

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ): : | প্রকাশ: ২৭ মার্চ, ২০২৫, ০১:৫৮ পিএম
কালীগঞ্জে বাস চাপায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে বাস চাপায় খোকন তরফদার (৫২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের তালেশ্বর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত খোকন তরফদার উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের বাহার আলী তারফদারের ছেলে। বুধবার সকাল ৯ টার দিকে নিহত খোকন তরফদার বাইসাইকেল যোগে বাড়ি থেকে তালেশ্বর বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে কোটচাঁদপুর থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনা স্থলে তার মৃত্যুু হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ ময়না তদন্ত ছাড়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে