দাকোপে ঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষনের চেষ্টা

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : : | প্রকাশ: ২১ মার্চ, ২০২৫, ০৪:৪২ পিএম
দাকোপে ঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষনের চেষ্টা

গোটা দেশ যখন নারী ধর্ষন ও নারী শিশু নির্যাতন ইস্যুতে উত্তাল তখন খুলনার দাকোপে গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধুকে ধর্ষনের চেষ্টা। ঘটনায় জড়িত অভিযুক্তকে বাঁচাতে প্রভাবশালী মহলের অপচেষ্টা। অভিযোগ লিখেও প্রভাবশালীদের হস্তক্ষেপে সেনা ক্যাম্পে জমা দিতে পারেনি ভিকটিম গৃহবধু।

ঘটনাটি ঘটেছে গত ১৭ মার্চ দিবাগত রাতে দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে। ভিকটিম গৃহবধুর লিখিত অভিযোগ এবং এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই গ্রামের ইছা শেখের স্ত্রী বৃষ্টি বেগম রাতের খাবার শেষে নিজ ঘরে একাকী ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে আসে। এই সুযোগে একই গ্রামের নারী লোভী ডালিম ফকির গৃহবধুর ঘরে ঢুকে পড়ে। গৃহবধু বৃষ্টি কিছুক্ষন পর ঘরে ঢুকলে ডালিম তাকে জাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। তবে গৃহবধুর ডাক চিৎকারে বাড়ীর অন্যান্য লোকজন এবং প্রতিবেশীরা এসে ডালিমকে হাতে নাতে ধরে ওই ঘরে আটক করে রাখে। পরবর্তীতে অভিযুক্ত ডালিম ঘরের বেড়া ভেঙে পালিয়ে যায়। তবে যাওয়ার সময় ডালিম তার ব্যবহ্নত এন্ড্রোয়েট মোবাইল ফোন এবং জুতা ফেলে রেখে যায়। অভিযুক্ত ডালিম হোগলাবুনিয়া গ্রামের ছত্তার ফকিরের পুত্র। এ দিকে ঘটনার সময় গৃহবধুর স্বামী ইছা শেখ কাকড়া শিকারের জন্য সুন্দরবনে অবস্থান করছিলো। পরেরদিন ১৮ মার্চ সকালে গৃহবধু শাশুড়ীসহ স্বামীর আত্নীয়স্বজনদের সাথে দাকোপ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দাখিলের জন্য আসে। জানা গেছে অভিযোগ লেখার পরে ও প্রভাবশালী মহলের চাপে অসহায় গৃহবধু সেটি সেনা ক্যাম্পে জমা দিতে ব্যর্থ হয়। ন্যায় বিচারের আশ্বাস দিয়ে তাদেরকে বাড়ী ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত বিচারের নামে সময় ক্ষেপন ও টালবাহানা চলছে। অপরদিকে গৃহবধুর স্বামী সুন্দরবনে থাকায় অসহায় পরিবারটি হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায় তারা ও বিষয়টি জানেন। তবে অজ্ঞাত কারনে ধর্ষন চেষ্টার ঘটনাটি নিয়ে তাদের কোন আগ্রহ নেই। উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ ওই গৃহবধুকে উত্যক্ত করে আসছে অভিযুক্ত ডালিম ফকির এমন দাবী তার পরিবারের।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে