দুর্গাপুরে জুয়ার আসর পুড়িয়ে দিল পুলিশ

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৫, ০৩:১৬ পিএম
দুর্গাপুরে জুয়ার আসর পুড়িয়ে দিল পুলিশ

নেত্রকোণার দুর্গাপুরে একটি জুয়ার আসর পুড়িয়ে দিল পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। শুক্রবার (১৪মার্চ) রাত ৮টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাতাশি গ্রামে এ জুয়ার আসরটি পুড়িয়ে দেয় দুর্গাপুর থানা পুলিশ। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চন্ডিগড় ইউনিয়নের সাতাশি গ্রামে একটি জুয়ার আসর পরিচালনা হচ্ছে। এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়। ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে, খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই জুয়াড়িরা পালিয়ে গেছে। জুয়াড়িদেও তৈরীকরা ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই উপজেলা অপরাধমুক্ত করে তুলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে