দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য জরুরি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০৭:৩৮ পিএম
দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য জরুরি: নাহিদ ইসলাম

রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ নেওয়ার চেষ্টা করে, যা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য ক্ষতিকর।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “ফ্যাসিবাদের অবসানের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের একটি পরিবেশ তৈরি হয়েছে। এখন প্রয়োজন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া, যাতে দেশের গণতন্ত্র আরও সুসংহত হয়।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক ঐক্যের অভাবে বিভিন্ন প্রশাসনিক স্তরে অযোগ্য ও সুবিধাবাদীরা জায়গা করে নেয়, যা দেশ ও জনগণের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যাঁরা পাশে ছিলেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু এই আন্দোলন শুধু একটি নির্দিষ্ট সময়ে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং ভবিষ্যতে যেন স্বৈরতন্ত্র আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য রাজনৈতিক ঐক্য বজায় রাখা জরুরি।”

নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিস্ট শাসনব্যবস্থার অবশেষ এখনও বিভিন্ন জায়গায় রয়ে গেছে। এগুলো নির্মূল করতে হলে ঐক্যবদ্ধ রাজনৈতিক নেতৃত্ব দরকার। যাঁদের হাতে নেতৃত্ব থাকবে, তাঁদের অবশ্যই এই বিষয়গুলো গুরুত্বসহকারে দেখতে হবে।” তিনি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে রাজনৈতিক ঐক্যের ভিত্তি ধরে রেখে কাজ করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

ইনক্লুসিভ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে দেশের রাজনৈতিক দলগুলো এবং জনগণের ঐক্যমত প্রয়োজন। কোনো বাহ্যিক শক্তির প্রয়োজন নেই। ভবিষ্যৎ রাজনীতি হবে জনগণের, যেখানে সাম্য, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আগামী নির্বাচন ও রাজনীতিতে গণতন্ত্রের বিরুদ্ধে কোনো আদর্শ বা শক্তির স্থান থাকবে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আমাদের রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে এবং জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে হবে।”

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে