কিশোরগঞ্জের কটিয়াদীতে ফিলিস্তিনে দখলদার ইজরাইলীর বর্বর হামলা ও গনহত্যার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার জুম্মার নামাজ শেষে দরগাহ জামে মসজিদ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে কটিয়াদী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন এনায়েত উল্লাহ, ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী আব্দুল্লাহ আল রোমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সেক্রেটারী মাওলানা শামীম আহমেদ হাবিবী, পৌর খেলাফত যুব মসলিসের সভাপতি মুফতি শফিকুল ইসলাম, কটিয়াদী বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা জুনায়েদ আহমেদ, মাওলানা কাওসার হোসেন, ব্যবসায়ী মো. সোহেল রানা প্রমুখ। বক্তাগণ, ফিলিস্তিনের শিশু, নারী ও নিরস্ত্র সাধারণ মানুষের উপর বর্বর হামলা চালিয়ে গন হত্যার তীব্র নিন্দা জানান। হামলা বন্ধ এবং ফিলিস্তিনকে স্বাধীন করতে বিশ্বনেতাদের প্রতি আহবান জানান।