দৌলতখানে মার্চ ফর গাজা কর্মসূচীতে মানুষের ঢল

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : : | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৫, ০৬:৩৭ পিএম
দৌলতখানে মার্চ ফর গাজা কর্মসূচীতে মানুষের ঢল

ভোলার দৌলতখানে ফিলিস্তিনে বর্বরোচিত  গণহত্য্রা প্রতিবাদ ও ইসরায়েলী পণ্য বর্জনের দাবিতে হাজারো মানুষের ঢল নেমেছে। রাজনৈতিক, মানবাধিকার সংস্থা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাস্তায় নেমে আসে। উপজেলা আইম্মা ও ওলামা মশায়েখ ঐক্য পরিষদ মার্চ ফর গাজা কর্মসূচীর ডাক দেয়। শনিবার ১২ এপ্রিল সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে তৌহিদী জনতা খন্ড খন্ড মিছিল নিয়ে দৌলতখান সদর মধ্য বাজারে আয়োজন স্থলে আসে। চর খলিফা ইজ্জাতুল ইসলাম মাদরাসার মুফতি মাওলানা ফয়েজুল্লাহ'র সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ ও সংহতি সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা হারুন অর রশিদ, মাওলানা শফিউদ্দিন, মাওলানা আবুল কাশেম, মাওলানা আলী আকবর, মাওলানা মুফতি নোমান কাশেমী প্রমুখ। সমাবেশে বক্তারা নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বলেন, অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করতে হবে। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের সমর্থন দেয়ার জন্য  বিশ্বের রাষ্ট্র প্রধানদের প্রতি আহবান জানানো হয়। বক্তারা বলেন ব্যবসায়ীরা সকল ইসরাইলি পণ্য ক্রয় বিক্রয় বন্ধ  রাখতে হবে। সমাবেশ চলাকালে দৌলতখানে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যবসায়ীরা কর্মসূচীতে যোগদান করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW