পিরোজপুরে বর্ষবরণ উৎসব শুরু

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৫, ০১:৫৩ পিএম
পিরোজপুরে বর্ষবরণ উৎসব শুরু

পিরোজপুরে বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ। জাতীয় সংগীতের পরই ‘এসো হে বৈশাখ’ এ বৈশাখী গানের সুরে সুরে পিরোজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বর্ষবরণ উৎসবের সূচনা হয়। মঙ্গলবার সকাল ৯ টায় স্থানীয় সরকারী বালক বিদ্যালয় মাঠে সাত দিন ব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আশরাফুল আলম খান। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে অঙ্গীকারে জুলাই বিপ্লবে দেশে একটি পরিবর্তন এসেছে আমরা সেই অঙ্গীকারেই নতুন বছরের নতুন আলোয় দেশকে গড়বো। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অ্যাড. এস এম রেজাউল ইসলাম শামীমসহ শিক্ষক-শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ । পরে সব শ্রেণি পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে ওই মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মাঠেই গিয়ে শেষ হয়। সাত দিনের এ উৎসবে থাকবে বৈশাখখী মেলা, গ্রামীন ঐতিহ্য লাঠি খেলাসহ বিভিন্ন দেশীয় খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW